টাইম ট্রাভেল বা সময় যাত্রা কি আদৌ সম্ভব ? Is Time Travel Possible
কল্প বিজ্ঞান বা সায়েন্স ফিকশান এর একটি অন্যতম আলোচিত বিষয় এই টাইম ট্রাভেল বা সময় যাত্রা। এটার সমন্ধে আলোচনা করার আগে আপনাদের কে দুটি ঘটনার কথা বলি ১৯৪০ সালে ব্রিটিশ কলাম্বিয়া কানাডা তে এমন একজন ব্যক্তি কে দেখা গিয়েছিল , যাকে দেখে মনে হচ্ছিল উনি অন্য কোনো সময় বা যুগ থেকে এসেছেন।ওই ব্যক্তির বেশ ভুসা ও তার হাতের একটি ডিজিটাল ক্যামেরা বলে দিছিলো যে উনি ওই সময়ের নন । কারণ ১৯৪০ সালে ডিজিটাল ক্যামেরাই ছিল না। তাহলে কি ওই ব্যাক্তি একজন টাইম ত্রাভেলার যিনি ফিউচার থেকে অতিতে টাইম ট্রাভেল করে এসেছিলেন ? জেনিফার লরেন্স আমেরিকার একজন বিখ্যাত অভিনেত্রী যিনি বিগত ৬-৭ বছর ধরে প্রচারের আলোয় রয়েছেন , কিন্তু তার আগে তিনি কি করতেন কেউ জানে না।অনেকে বলেন তিনি অতীতে এখন Egyptian অভিনেত্রী ছিলেন এবং তার নাম ছিল যুবেদার থারওয়াট।তিনি লরেন্স ওফ আরাবিয়া নামে মুভি তে অভিনয় করেছিলেন।তিনি একজন টাইম ট্রাভেলার এটা অনেকে মনে করেন। সময় আসলে কি ? সময় কেনো সবসময় সামনের দিকে এগিয়ে যায় ? এই সবের প্রশ্নের জবাব আজ থেকে এক শতাব্দী আগে হয়ত করার জানা ছিল না । কিন্তু আইনস্টাইনের আপেক্...